ম্যানেজিং ডিরেক্টর মহোদয়ের বানী-
বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে সকল বেকার যুবক/ যুবতীদের কর্মসংস্থান গড়ে তোলার লক্ষে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য কর্মী তৈরি করা এবং বেকারত্ব এর হতাশা দূর করার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই। আমাদের বাংলাদেশকে বেকার ও দারিদ্র মুক্ত করতে হলে প্রথমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সরকার সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় সরকারি / বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছে। সেখানে ও জনবলের অভাবে সরকার তার লক্ষ পূরণ করতে পারছে না। তাই আমরা বাংলাদেশের বেকার যুবক/ যুবতীদের হতাশা দূর করার লক্ষে গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি স্বাস্থ্যসেবা মূলক বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রতি বছর স্বাস্থ্য কর্মী, পল্লি চিকিৎসক, প্যারামেডিকেল,জুনিয়র নার্সিং কোর্স সম্পূর্ণ করে বেকরত্বের সমস্যা কমানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং দেশের হতদরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে দেশকে বেকারমুক্ত করার চেষ্টা করাই একমাত্র লক্ষ।
মো. রফিকুল ইসলাম
ম্যানেজিং ডিরেক্টর
গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি