Golden Institute of Health & Technology

গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি

Govt.Reg.No:2486,DPH-03
SCROLLING TEXT

Chairman Message

চেয়ারম্যান মহোদয়ের বানী--
স্বাস্থ্য-ই সকল সুখের মূল" অনবদ্য এ বাক্যটি আমাদের জীবনের পড়তে পড়তে অংশ হয়ে আছে। শরীর ভালো তো মন ভালো। আর মন ভালো তো জগতের সবকিছু ভালো। ব্যক্তি কিংবা কর্মজীবনের সব ক্ষেত্রেই সুস্থ থাকাটা অত্যাবশ্যক।

>বাংলাদেশের  তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই। সরকারের নিকট জনগণের অন্যতম চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য সেবা। দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা খুবই জরুরি। সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোঁড়ায় পৌঁছে দিতে হাসপাতালগুলোর পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করলেও সেগুলোতে পর্যাপ্ত সংখ্যক মানসম্মত জনবলের অভাবে সরকার তার কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারছে না। গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি। পল্লীচিকিৎসক পর্যায়ের বিভিন্ন কোর্সে প্রতি বছর শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মানসম্মত টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, সহকারী নার্স ও সহকারি ডাক্তার তৈরি করছে এবং এদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে।

মুফতি এম এ হাসান সিদ্দিকী          
চেয়ারম্যান
গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি

General Notice


Routine


Office Order


Download Center