Golden Institute of Health & Technology

গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি

Govt.Reg.No:2486,DPH-03
SCROLLING TEXT

History of the Golden Institute of Health and Tecnology

প্রতিষ্ঠানের ইতিহাস --
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়ের প্রত্যাশা বেকার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাই দেশের বেকারত্ব দূরিকরণের লক্ষ্যে বেকার যুবসমাজকে আত্বকর্মসংস্থান মূলক প্রশিক্ষন প্রদানের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের এক দৃড় প্রত্যয়ে গ্রহন করে গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি  পহেলা জানুয়ারী/২০২০ খ্রি. বরিশাল শহরের প্রাণ কেন্দ্রে হাসপাতাল রোড তালুকদার ম্যানশনের (৩য় তলা) প্রথম যাত্রা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানটি বর্তমানে মজিব মঞ্জিল, টিটিসি লেন,আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের বিপরীত পাশে, সি এন্ড বি রোড বরিশালে অবস্থিত। যার রেজিষ্ট্রেশন নং- KHC-2486, DPH-03. হাটি হাটি পা পা করে (জিআইএইচটি) এর কার্যক্রম আজ বরিশাল ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, ম্যানেজিং ডিরেক্টর ও পরিচালনা পরিষদ এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় “ গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি টেকনোলজী (জিআইএইচটি)” স্বল্প সময়ে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।স্থাপিত -২০২০ খ্রি.


>গোল্ডেন ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি 
গভ. রেজি. নং KHC- 2486,  DPH-03
মজিব মঞ্জিল, টিটিসি লেন, সি&বি রোড. বরিশাল।

General Notice


Routine


Office Order


Download Center